RSS ফিড

সবুজ তাপস শূন্য দশকে অন্যতম আলোচিত কবি। আমার প্রিয় কবিদের অন্যতম। কোনো কাব্যগ্রন্থ নেই, তবু সমকালে আর দশজন কবির চেয়ে তিনি বেশি প্রভাবশালী ও শক্তিমান। তার লেখা ও দর্শনের উপর ভিত্তি করে ঢাকা ও চট্টগ্রাম শহরে দুটি দৃষ্টান্তবাদী সম্প্রদায় তৈরি হয়েছে, যারা মূলত তার মতনই স্পষ্টবাক কলমসৈনিক ও চলচ্চিত্র নির্মাণে নিমগ্ন। বলতে দ্বিধা নেই, আমার পৃথিবীতেও তার দার্শনিক প্রভাব জাজ্জ্বল্যমান। গুরু বলি আর বড়ভাই বলি, তার হাত ধরেই লেখালেখির জগতে আমার পদচারণা। সম্ভবত আমিই তার কবিতার প্রথম আলোচনা-সমালোচনা করেছিলাম। তার কবিতা নিয়ে আমার একটা আলোচনা দৈনিক পূর্বকোণের সাহিত্য ও সংস্কৃতি’ পাতায় ২০০৭ সালে প্রকাশিত হয়। ওটা ছিলো ’কালি ও কলম’-এ প্রকাশিত তার ‘নৌকাবোন’ কবিতাটিকে ঘিরে। (বিস্তারিত)

Advertisements